সৌদি আরব ও রাশিয়ার সম্পর্ক যেভাবে আরও ঘনিষ্ঠ হচ্ছে
গত ডিসেম্বরে ভ্লাদিমির পুতিন সৌদি সফরে যান। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি।
গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ৯৮তম বার্ষিকী উদ্যাপন করেছে। ১৯২৬ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম হিজাজ ও নজদ সাম্রাজ্যের সঙ্গে প্রথম পরিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল।
অতিসম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছয় বছরের জন্য তাঁর ক্ষমতা সুসংহত করেছেন। আবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাদশা সালমান ২০২২ সালে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তাঁদের দুজনের নেতৃত্ব আগামী দিনে স্থিতিশীল থাকবে বলে মনে হয়।
আধুনিক রাশিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ১৯৯২ সালে স্থাপিত হলেও দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বাদশা সালমান ও পুতিনের অধীন ২০১৭ সালে নতুন পর্যায়ে পৌঁছায়। মস্কোয় সৌদি
বাদশার প্রথম সফরটিকে অনেকে ঐতিহাসিক সফর বলে স্বীকৃতি দিয়েছেন। দ্য গার্ডিয়ান সেটিকে ‘বৈশ্বিক ক্ষমতাকাঠামো পরিবর্তনের ঘোষণা’ বলে বর্ণনা করেছিল। সেই সফরে কয়েক বিলিয়ন ডলারের ১৫টির বেশি সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়েছিল। এর মধ্যে সামরিক, তেল ও মহাশূন্য খাতে সহযোগিতার চুক্তি ছিল উল্লেখযোগ্য।
Comments
Post a Comment