ঢাকায় মোটরসাইকেলে পুলিশের স্টিকার ব্যবহার করায় গ্রেপ্তার ২
মোটরসাইকেলে অবৈধভাবে পুলিশের স্টিকার ব্যবহার করায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ব্যক্তিগত মোটরসাইকেলে পুলিশের স্টিকার ব্যবহার করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ওয়ারী–থানা পুলিশ। বুধবার রাতে রাজধানীর হাটখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, বুধবার রাতে ওয়ারী থানা–পুলিশ হাটখোলা এলাকায় রাজধানী মার্কেটের সামনে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিল। এ সময় পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল দেখলে সন্দেহ হয়। মোটরসাইকেল আরোহী দুজনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে এটি পুলিশের নয়। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণা করার উদ্দেশে অবৈধভাবে মোটরসাইকেলে পুলিশের স্টিকার ব্যবহার করে আসছেন। ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
Comments
Post a Comment