চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ল্যাবে সেবা বন্ধ, বিপাকে রোগীরা

 


                              রোগীহীন ফাঁকা একটি রোগনির্ণয়কেন্দ্র। আজ সকালে

দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে আজ মঙ্গলবার সকাল থেকে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার এবং রোগ নির্ণয়কেন্দ্রে পরীক্ষানিরীক্ষা বন্ধ রয়েছে। কারণে রোগী স্বজনেরা বিপাকে পড়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের আহ্বানে এই কর্মসূচি পালিত হচ্ছে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে এই কর্মসূচি আহ্বান করা হয়। এর আগে ২০ এপ্রিল চট্টগ্রামের চিকিৎসকেরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টা ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখার পাশাপাশি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।

সকাল থেকে বিভিন্ন রোগ নির্ণয়কেন্দ্র থেকে রোগীদের ফেরত দেওয়া হচ্ছে। একের পর এক রোগ নির্ণয়কেন্দ্রে গিয়েও তাঁরা সেবা পাচ্ছেন না। ছাড়া ব্যক্তিগত চেম্বারে রোগীর ক্রমসূচি দেওয়া হয় সাধারণত সকালবেলা। কিন্তু আজ ফোন করে কিংবা সশরীর গিয়েও চিকিৎসকদের সূচি পাচ্ছেন না রোগী স্বজনেরা। বেসরকারি হাসপাতালে রোগী ভর্তিও বন্ধ রয়েছে। তবে পুরোনো রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টা কর্মসূচি চলবে।  

নগরের শেভরণ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শেভরণ আই হসপিটালসহ কোথাও রোগীদের সেবা দেওয়া হচ্ছে না। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সহকারী ব্যবস্থাপক সুজন দে বলেন, আগে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন নতুন রোগী এন্ট্রি বন্ধ রাখা হয়। তাই বন্ধ রয়েছে।


চিকিৎসকদের কর্মবিরতির কারণে চট্টগ্রামে বেসরকারি রোগনির্ণয়কেন্দ্র ও ক্লিনিকে সেবা বন্ধ রয়েছে। আজ সকালে একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের বন্ধ গেটের সামতে রোগীদের ভিড়
জুয়েল শীল 
সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাবার পরীক্ষার জন্য সকাল থেকে নগরের শেভরণ, এপিকসহ তিনটি রোগ নির্ণয়কেন্দ্রে গিয়ে ব্যর্থ হন। তিনি বলেন, চিকিৎসা একটা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়। এটা এভাবে বন্ধ করে রাখলে মানুষ যাবে কোথায়?তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সব ধরনের সেবা চালু রয়েছে। জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত বলেন, রোগী ভর্তি ও অন্যান্য কাজ চলছে। এটা তো সরকারি গুরুত্বপূর্ণ হাসপাতাল। এখানে সমস্যা নেই। বাইরে ব্যক্তিগত চেম্বার বন্ধের কর্মসূচি রয়েছে।



Comments

Popular posts from this blog

President Biden just canceled plans to refill America's emergency oil reserve — here's why and what it means for you

সত্যি কথাটা বললেন মুমিনুল

এখনই বৃষ্টি চান না নওগাঁর ধানচাষিরা, আর বৃষ্টির জন্য হাহাকার আমচাষিদের