মানিকগঞ্জের পাটুরিয়া ‘এবার ঘাটে কষ্ট হয়নি, সরাসরি লঞ্চে উঠে পড়েছি’
মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। আজ সোমবার সকালে ঘাট এলাকায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে আজ সোমবার সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন কর্মস্থল থেকে তাঁরা গ্রামের বাড়িতে ফিরছেন। এ কারণে লঞ্চে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। তবে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই। ভোগান্তি ছাড়াই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হচ্ছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।
আজ সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করে
দেখা গেছে, ঢাকা ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লোকাল বাসে করে ঈদে ঘরমুখী যাত্রীরা
পাটুরিয়া ঘটে আসছেন। লঞ্চঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পুরোনো ট্রাক টার্মিনালে
এই যাত্রীদের নামিয়ে দিচ্ছে লোকাল বাসগুলো। এরপর সেখান থেকে যাত্রীরা হেঁটে মালামাল
নিয়ে পাটুরিয়া লঞ্চঘাটে যাচ্ছেন। পরে টিকিট সংগ্রহ করে লঞ্চে গিয়ে উঠছেন যাত্রীরা।
আবার যাত্রীদের কেউ কেউ ইজিবাইক, রিকশায় করে ফেরিঘাটে যাচ্ছেন। এরপর
ফেরিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। লঞ্চে
অতিরিক্ত যাত্রী নেওয়া থামাতে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা
সেখানে কাজ করছিলেন।
Comments
Post a Comment